
প্রকাশিত: Mon, Mar 11, 2024 11:03 PM আপডেট: Tue, Jul 1, 2025 2:41 PM
[১]৯৬তম অস্কারে সেরা ছবিসহ ওপেনহাইমারের সাত পুরস্কার
শিমুল চৌধুরী ধ্রুব, রাশিদুল ইসলাম: [২] ৯৬তম অস্কারে সবার ওপরে রয়েছে পারমাণবিক বোমা আবিষ্কারকের বায়োপিক ‘ওপেনহাইমার’। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা ও সেরা পার্শ্ব অভিনেতাসহ সাতটি বিভাগে পুরস্কার জিতেছে এই ছবি।
[৩] এই সিনেমার নির্মাতা ক্রিস্টোফার নোলান। ছবিটি এবারের অস্কারে ১৩টি মনোনয়ন পেয়েছিলো।
[৪] রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার ভোরে ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জিমি কিমেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় জমকালো এ আসর।
[৫] আয়ারল্যান্ডের অভিনেতা কিলিয়ান মার্ফি তাত্ত্বিক পদার্থবিদ জে. রবার্ট ওপেনহাইমারের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন এবং সেরা পরিচালক হয়েছেন ক্রিস্টোফার নোলান।
[৬] ‘পুওর থিংস’ সিনেমায় অভিনয় করে এবারের আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এমা স্টোন। লা লা ল্যান্ড সিনেমায় অভিনয়ের জন্য তিনি এর আগে ২০১৭ সালেও জেতেন অস্কার।
[৭] ওয়াল্ট ডিজনি কোম্পানির মালিকানাধীন এবিসি টেলিভিশন নেটওয়ার্ক বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করেছে অনুষ্ঠানটি।
[৮] এবারের আসরে সেরা চলচ্চিত্র বিভাগে ‘ওপেনহাইমার’, সেরা অভিনেতা বিভাগে ওপেনহাইমার চলচ্চিত্রের জন্য কিলিয়ান মার্ফি, সেরা অভিনেত্রী বিভাগে পুয়োর থিংস ছবির জন্য এমা স্টোন, সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে ওপেনহাইমারের জন্য রবার্ট ডাউনি জুনিয়র, সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে দ্য হোল্ডওভারস ছবির জন্য ডে’ভাইন জয় র্যান্ডলফ অস্কার জিতেছেন। সূত্র: ডেইলি মেইল
[৯] সেরা চলচ্চিত্র পরিচালক বিভাগে ওপেনহাইমার নির্মাতা ক্রিস্টোফার নোলান, সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে অস্কার জিতেছে অ্যানাটমি অব অ্যা ফল। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন জাস্টিন ত্রিয়েত ও আর্থার হারারি। এছাড়া সেরা রূপান্তরিত চিত্রনাট্য বিভাগে আমেরিকান ফিকশন ছবির জন্য কর্ড জেফারসন, সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগে অস্কার জিতেছে দ্য বয় অ্যান্ড দ্য হেরন। ছবিটি নির্মাণ করেছেন হায়াও মিয়াজাকি ও তোশিও সুজুকি।
[১০] এবারের আসরে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে দ্য জোন অব ইন্টারেস্ট, সেরা চিত্রগ্রহণ বিভাগে ওপেনহাইমার ছবির জন্য হয়তে ফন হয়তেমা, সেরা পোশাক পরিকল্পনা বিভাগে পুয়োর থিংস ছবির জন্য হলি ওয়াডিংটন, সেরা প্রামাণ্যচিত্র বিভাগে ইউক্রেনের মিস্তিস্লাভ চেরনোভ নির্মিত টোয়েন্টি ডেজ ইন মারিউপোল, সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে বেন প্রাউডফুট ও ক্রিস বাওয়ার্স নির্মিত দ্য লাস্ট রিপেয়ার শপ, সেরা চলচ্চিত্র সম্পাদনায় ওপেনহাইমার ছবির জন্য জেনিফার লেম, সেরা রূপসজ্জা ও চুলসজ্জায় পুয়োর থিংস ছবির জন্য যৌথভাবে অস্কার জিতেছেন নাদিয়া স্টেসি, জশ ওয়েস্টন ও মার্ক কুলিয়ার।
[১১] আসরে সেরা মৌলিক আবহসংগীত বিভাগে ওপেনহাইমার ছবির জন্য লুদবিগ গোরানসন, সেরা মৌলিক গান হিসেবে অস্কার জিতেছে বার্বি চলচ্চিত্রের ‘হোয়াট ওয়াস আই মেড ফর?’ গানটি। এর কথা ও সুর করেছেন বিলি আইলিশ ও ফিনিয়াস ও’কনেল। সেরা শিল্প নির্দেশনা বিভাগে পুয়োর থিংস ছবির জন্য জেমস প্রাইস, শনা হিথ ও জুজা মিহালেক, সেরা শব্দগ্রহণ বিভাগে দ্য জোন অব ইন্টারেস্ট ছবির জন্য জনি বার্ন ও টার্ন উইলার্স, সেরা ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে গডজিলা মাইনাস ওয়ান ছবির জন্য তাকাশি ইয়ামাজাকি, কিয়োকো শিবুয়া, মাসাকি তাকাহাশি ও তাতসুজি নোজিমা বিজয়ী হয়েছে।
[১২] সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার’। এটি নির্মাণ করেছেন ওয়েস অ্যান্ডারসন ও স্টিভেন রালস। সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র ‘ওয়ার ইজ ওভার! ইন্সপায়ার্ড বাই দ্য মিউজিক অব জন অ্যান্ড ইয়োকো’ জন্য অস্কার গ্রহণ করেন ডেভ মালিন্স ও ব্র্যড বুকার।
[১৩] ৯৬ তম অস্কারে জিন হার্শোল্ট মানবিক অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সানড্যান্স চলচ্চিত্র উৎসবের নির্বাহী মিশেল স্যাটারকে। সম্পাদনা: এম খান
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
